আমাদের ক্রয়কৃত জমি

সকলরে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে আমরা এই জমিটি ক্রয় করতে সক্ষম হই । জমিতে সরকারি নিয়ম ও সমিতির চুক্তিনুসারে বহুতল ভবন নির্মান করা এবং প্রতিটি সদস্যদের মধ্যে সমান ভাবে ফ্লাট বন্টন করা । আগামী জুলাই ২০২১ সালে সয়েল টেষ্ট ও প্লান তৈরী মাধ্যমে ভবনরে কার্যক্রম শুরু হবে এবং আগামী ২০২৪ সালরে মধ্যে ভবন নির্মান করতে সক্ষম হবো বলে আমরা আশাবাদী ।

আমাদরে এই সংস্থাটি বাৎসরকি সভা (AGM), মাসিক সভা (Monthly Meeting), সামাজিক কার্যক্রম (Social Work), ছোট সাংস্কৃতরি করে থাকে ।
বাৎসরকি সভা (AGM)- উপস্থিত সমিতির সকল সদস্যদের মতামত যেমন – ভবিষ্যৎ পরিকল্পনা, সকলরে সুবিধা – অসুবিধা আমরা আমাদরে সকল বিষয়গুলি নিজেরদর মধ্যে মতবিনিময় করে সিদ্ধান্ত গ্রহন করে থাকি । যাতে করে সকলে মিলে – মিশে সুন্দর এই প্রতিষ্ঠানটি সফল ভাবে পরচিালনা করতে পারি । তাছাড়া সকলে মিলিত সদ্ধিান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে ।
মাসিক সভা (Monthly Meeting) – প্রতিমাসে গভার্নিং বডির সদস্যদের নিয়ে মাসিক সভার কার্যক্রম পরিচালনা করা হয়।

বাৎসরিক সভা ও অনুষ্ঠান

বন্টন

আবাসন তৈরীতে সরকারী নিয়ম অনুসরন করা হইবে । আবাসন সমিতির নিয়ম/আইন অনুসরন পূর্বক বিভিন্ন সুবিদাধী প্রদান ও লটারীর মাধ্যমে ফ্লাট বন্টন ।

আর্থিক সহযোগিতা

কোন সদস্য ফ্লাটের টাকা পরিশোদ করতে ব্যার্থ হলে সদস্যের নামে ব্যাংক ঋনের ব্যবস্থা করে উক্ত টাকার সমন্বয় করা ।

ছবির বিবরণ –

  • বাৎসরিক সভার ছবি।
  • জমির ছবি।
  • ট্রেনিং এর ছবি।
  • মাসিক মিটিং এর ছবি।
  • পুরুস্কার প্রদানের ছবি।
  • ভ্রমনের ছবি।

প্রতিশ্রুতি

 

  • ক) ২০২৪ সালের মধ্যে আবাসনের সকল কার্যাদী সম্পূর্ন করা।
  • খ) প্রতিশ্রুতি অনুযায়ী নিদিষ্ট সময়ে সদস্যদের মধ্যে ফ্লাট হস্তান্তর করা।
  • গ) প্রতি ফ্লাটের স্পেচ ৯৭৫ স্কায়ার ফিট নিশ্চিত করা।
  • ঘ) প্রত্যেক ফ্লাটে তিন বেড, ড্রইং কাম ডাইনিং একটি, কিচেন একটি, বাথরুম দুইটি ও বেলকুনি/বারান্দা একটি।
  • ঙ) সার্বক্ষনিক লিফট সুবিধা।
  • চ) প্রত্যেক ফ্লাটে ইন্টাকম টেলিফোন সুবিধা।
  • ছ) নিরাপতার সার্থে সার্বক্ষনিক সিসিটিভি ক্যামেরা সুবিধা।
  • জ) সদস্যদের নিরাপতার সার্থে প্রয়োজনে সিকিউরিটি গার্ড নিযুক্ত করা হবে। যাহার ব্যায় সদস্যরাই বহন করবেন।

 

 

সভাপতির ক্ষমতা/কার্যক্রম –

 ক) সমিতি আইন, বিধিমালা , উপ-আইন, এবং ষাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের সভা প্রদত্ত ক্ষমতা/ নিদিষ্ট কর্তব্য অনুযায়ী সভাপতি কার্য করিবেন।

খ) আইন ও বিধি অনুযায়ী সমিতির সভাপতি কোন জরুরী অবস্থার প্রেক্ষিতে সভাপতির অনুপস্থিতিতে সহ- সভাপতি সমিতির স্বার্থে ঋণ বরাদ্দ ব্যতীত সমিতির ব্যবস্থাপনা কমিটির সকল প্রকার ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।

সমিতির বাৎসরিক সভায় (AGM) গত অর্থ-বছরের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করতে হবে।