“এসো সবাই শপথ করি, গড়বো মোরা বসত বাড়ি”
স্বপ্নচূড়া সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড,
গত ১৬ ডিসেম্বর ২০১৭ তারিখ হতে নিয়মতান্ত্রিক ভাবে চলার জন্য একটি নিতিমালা প্রণয়ন করে
সুনামের সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে ।
স্বল্প সঞ্চয়ে আবসন প্রদানের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
ক) একজন সদস্যের ফ্লাট পেতে ১০ (দশ) বছরে সর্বমোট ১৭,০০০০০/- (সতের লক্ষ) টাকা সমিতি কোষাগারে জমা করতে হবে।
খ) প্রথমে জমি ক্রয়ের জন্য প্রত্যেক সদস্য ২,০০০০০/- (দুই লক্ষ) টাকা সমিতি কোষাগারে জমা করতে হবে।
গ) জমির উপর বিলিডংয়ের প্রাথমিক কাজ শুরু করার সময় প্রত্যেক সদস্য ৪,০০০০০/- টাকা সমিতি কোষাগারে জমা করতে হবে।
ঘ) ফ্লাট বুঝে নেওয়ার সময় বাকী ১১,০০০০০/- (এগার লক্ষ) টাকা পরিশোধ করিতে হইবে।
ঙ) ক্রয়কৃত জমির পরিমান ১০.১৬ শতক।
সমিতির নাম ও ঠিকানা
- সমিতির নামঃ স্বপ্নচূড়া সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রালয় কর্তৃক অনুমোদিত) রেজি: নং ১৬৫/কে, তারিখ: ১৬/১১/২০১৭ইং ।
- সমিতির ঠিকানাঃ বাড়ি নং- এন ডি-৬৫ রোড নং- ২৬৪, নতুন কলোনী, হাউজিং এষ্টেট, থানাঃ-খালিশপুর, উপজেলঃ- দিঘলিয়া জেলাঃ- খুলনা-৯০০০, বাংলাদেশ, মোবাইল ১৯৮৫-৩১৩২৬৩, ০১৬৭৩-৪৬৫০৩৩। ই-মেইল: shapnachurasonity@gmail.com; ওয়েবসাইট: shapnachurasociety.com
যাহারা সদস্য হইতে ইচ্ছুক
-
ক) সদস্যের ভোটার আই ডি ফটোকপি । – (০২) কপি
-
খ) সদস্যের সংস্লিষ্ট ওয়ার্ড কমিশনার/মেম্বার স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র । – (০১) কপি
-
গ) সদস্যের সদ্যতোলা পাসপোট সাইজের ছবি। – (০৩) টি
-
ঘ) সদস্যের নমিনির ভোটার আই ডি ফটোকপি । – (০১) কপি
-
ঙ) নমিনির সদ্যতোলা পাসপোট সাইজের ছবি । – (০২) টি
-
চ) সদস্যের মোবাইল নম্বর ও জি-মেইল আই ডি অত্র দপ্তরে প্রেরণ করতে হবে ।